বিগত মে মাসে বিভিন্ন তারিখে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম (DSF) বিষয়ে হালুয়াঘাট উপজেলার মাঠ পর্যায়ের সেবা প্রদানকারী এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মোট ৫টি ওরিয়েন্টেশন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর সভা কক্ষে যেখানে সভাপতিত্ব করেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, লোকাল রিসোর্স পারসন হিসেবে ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নেলসন ফ্রান্সিস পালমা। এছাড়াও মেডিকেল অফিসার ডা. নাদিয়া আকরাম মিষ্টি সহ হাসপাতালের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের ৩০ জন কর্মী অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনটি ইউনিয়ন পরিষদে এই বিষয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে গরীব- দুস্থ গর্ভবতী মহিলারা মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিমের আওতায় কি সুবিধা পাবেন এ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস