শিরোনাম
মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন
বিস্তারিত
১৬ ডিসেম্বর, বাংলাদেশ রাষ্ট্রের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় বাঙালির বহু কাঙ্খিত স্বাধীনতা। আজ আমরা স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নির্দেশে বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলেন এদেশের স্বাধীনতা।
সারা দেশের ন্যায় হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে। ভোরে
সূর্যোদয়ের পর স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত। সাথে ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মচারীগণ।
এদিন বহির্বিভাগ খোলা রাখা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। অন্ত:বিভাগে ভর্তি থাকা রোগীদেরকে উন্নত খাবার প্রদান করা হয়।