বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ (০১-০৭ আগস্ট) উপলক্ষ্যে আলোচনা সভা
বিস্তারিত
গত ০৬ আগস্ট, ২০২৩ খ্রি. তারিখ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাট, ময়মনসিংহ- এর সভা কক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩ (০১-০৭ আগস্ট) উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- "কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধদান নিশ্চিত করি"।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সিস পালমা। আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাদিয়া আকরাম মিষ্টি ও ডা. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অন্যান্য কর্মচারীবৃন্দ এবং অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মায়েরা। আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব ও উপকারিতা বিষয়ে অংশগ্রহণকারী মায়েদের কাউন্সেলিং করা হয়।
পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ পালিত হয়।