শিরোনাম
ট্রাইবাল হেলথ কেয়ার কার্যক্রমের আওতায় ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা
বিস্তারিত
১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে ট্রাইবাল হেলথ কেয়ার কার্যক্রমের আওতায় ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বেলতলী আশ্রয়ণ প্রকল্পে এবং একই ইউনিয়নের নামছাপাড়া গ্রামে। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মো. আবিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রাণেশ চন্দ্র
পন্ডিত, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সিস পালমা এবং হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মো. আলালউদ্দীন সহ হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীগণ।
এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষত গারো জাতিগোষ্ঠীর দরিদ্র মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আনা হয়।
পরে ইউএইচএফপিও মহোদয় নবনির্মিত দুইটি কমিউনিটি ক্লিনিক (বোয়ালমারা ও আকনপাড়া) পরিদর্শনে যান।